মার্কেটে এখন অনেক 5G ফোন আছে কম বেশি দামের মধ্যে। যদি দশ হাজারের মধ্যে 5G ফোন কিনবেন ভাবছেন। আমরা ভালো কিছু মোবাইলের লিস্ট বানিয়েছি যেগুলোর মধ্যে থেকে আপনারা বেছেনিতে পারেন। সকল ফোন ভালোভাবে দীর্ঘদিনের জন্য ব্যবহার করতে পারবেন।
1. Poco M6 Pro 5G
ফোনটাতে আছে 6.79 ইঞ্চি ডিসপ্লে FHD+ রেজোলিউশন এর সাথে 90Hz রিফ্রেশ রেট রয়েছে। স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর ও ব্যাটারি 5000 mAh সাথে 22.5W ফার্স্ট চার্জার আছে। পিছনের ক্যামেরা 50MP + 2MP আর 8MP সামনের সেলফি ক্যামেরা।
ফোনের বর্তমান দাম-
4GB RAM – 128GB STORAGE = 9,499 /-
6GB RAM – 128GB STORAGE = 9,999 /-
2. LAVA Blaze 2 5G
ডিসপ্লে 6.56 ইঞ্চি HD+ এর সাথে 90Hz রিফ্রেশ রেট আছে। প্রসেসর MediaTek Dimensity 6020 ও ব্যাটারি 5000 mAh 18W ফাস্ট চার্জার আছে। পেছনের ক্যামেরা 50MP AI এবং 8MP সামনের সেলফি ক্যামেরা।
ফোনের বর্তমান দাম -
4GB RAM – 64GB STORAGE = 10,190 /-
6GB RAM – 128GB STORAGE =10,999 /-
3. Motorola G34 5G
ফোনটিতে আছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। আছে Dolby Atmos STEREO SPEAKER প্রসেসর Snapdragon 695, পিছনের ক্যামেরা 50MP +2MP ও 16MP সেলফি ক্যামেরা। ব্যাটারি 5000 mAh এর সাথে 22W TurboPower চার্জার।
ফোনের বর্তমান দাম -
4GB RAM – 128GB STORAGE = 10,999 /-
8GB RAM – 128GB STORAGE = 11,999 /-
4. Poco M6 5G
ফোনটিতে আছে 6.74 ইঞ্চি HD + 90Hz ডিসপ্লে। প্রসেসর Mediatek Dimensity 6100+, পিছনের ক্যামেরা 50MP ও 5MP সেলফি ক্যামেরা। ব্যাটারি 5000 mAh এর সাথে 10W চার্জার।
ফোনের বর্তমান দাম -
4GB RAM – 128GB STORAGE = 9,249 /-
6GB RAM – 128GB STORAGE = 9,999 /-
এখানের প্রতিটি ফোন ফ্লিপকার্ট এ পাওয়া যাবে। যদি র্কাড অফার বা এক্সচেঞ্জ অফার লাগান তাহলে আরো কম দামে পাবেন।
Post a Comment
0Comments