সেরা গেমিং 5G ফোন ২৫ হাজারের মধ্যে। ফোন চলবে সুপারফাস্ট।

Mr. Nil
By -
0

 মার্কেটে প্রচুর ফোন প্রতি মাস লঞ্চ হচ্ছে কিন্তু গেমারদের জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে ভালো ফোন বেছে নেওয়া । আমরা ভালো কিছু ফোনের সাজেশন দিয়েছি এ ফোন গুলোর স্পেসিফিকেশন দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন । এই ফোনগুলিতে থাকবে সুপারফাস্ট প্রসেসর, বড় সাইজের ব্যাটারি, সুপার ফাস্ট চার্জিং এবং ফোন খুব গরমও হবে না ।

1. OnePlus Nord CE 4



ফোনটিতে আছে 6.7 ইঞ্চি FHD+ 120Hz রিফ্রেশ রেট এর সাথে AMOLED ডিসপ্লে। আছে Dual STEREO SPEAKER প্রসেসর Snapdragon 7 GEN 3, পিছনের ক্যামেরা Sony 50MP মেন ক্যামেরা, 8MP আল্টা হোয়াইট ক্যামেরা ও 16MP সেলফি ক্যামেরা। ব্যাটারি 5500 mAh (2750mAh এর দুটো ব্যাটারি) এর সাথে 100W SUPERVOOC চার্জার।

ফোনের বর্তমান দাম- Amazon এ

  • 8GB RAM – 128GB STORAGE = 24,999/-

  • 8GB RAM – 256GB STORAGE = 26,999/-

2. Poco x6 pro 



ফোনটিতে আছে 6.67 ইঞ্চি FHD+ 120Hz রিফ্রেশ রেট এর সাথে 1.5K AMOLED ডিসপ্লে। আছে Dual STEREO SPEAKER প্রসেসর MediaTek Dimensity D8300 Ultra, পিছনের ক্যামেরা Sony 65MP OIS + 8MP + 2MP ও 16MP সেলফি ক্যামেরা। ব্যাটারি 5000 mAh এর সাথে 67W Turbo চার্জার।

ফোনের বর্তমান দাম- Flipkart এ

  • 8GB RAM – 256GB STORAGE = 23,999/-

  • 12GB RAM – 512GB STORAGE = 25,999/-


3. Redmi Note 13 Pro



ফোনটিতে আছে 6.7 ইঞ্চি FHD+ 120Hz রিফ্রেশ রেট এর সাথে AMOLED 1.5K ডিসপ্লে। আছে Dual STEREO SPEAKER প্রসেসর Snapdragon 7s GEN 2, পিছনের ক্যামেরা Samsung 200MP (OIS + EIS supported) মেন ক্যামেরা, 8MP আল্টা হোয়াইট ক্যামেরা, 2MP মাইক্রো ক্যামেরা ও 16MP সেলফি ক্যামেরা। ব্যাটারি 5100 mAh এর সাথে 67W Turbo চার্জার।


ফোনের বর্তমান দাম- Amazon এ

  • 8GB RAM – 256GB STORAGE = 24,999/-

  • 8GB RAM – 256GB STORAGE =26,999/-


4. Infinix GT 20 Pro



ফোনটিতে আছে 6.78 ইঞ্চি FHD+ 144Hz রিফ্রেশ রেট এর সাথে AMOLED ডিসপ্লে। আছে Dual JBL STEREO SPEAKER প্রসেসর Dimensity 8200 Ultimate, পিছনের ক্যামেরা 108MP (OIS) + 2MP + 2MP ক্যামেরা,  ও 32MP সেলফি ক্যামেরা। ব্যাটারি 5000 mAh এর সাথে 45W ফাস্ট চার্জার।


ফোনের বর্তমান দাম- 

  • 8GB RAM – 256GB STORAGE = 24,999/-

  • 12GB RAM – 256GB STORAGE =26,999/-


এখানের প্রতিটি ফোনে র্কাড অফার চলছে যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে কেনেন তাহলে আরও কম দামে কিনতে পারবেন ‌।

Post a Comment

0Comments

Post a Comment (0)